Home » » ব্যাবসার আইডিয়া

  ব্যাবসার আইডিয়া পন্য বিক্রয় ছাড়া পাচঁটি লাভজনক ব্যবসা নিয়ে আজকে কতা বলব। অনেক ইয়াংরা আছেন পণ্য বিক্রয় করতে চান না। তাদের হয়তো সেলিং স্কিল...

 ব্যাবসার আইডিয়া

পন্য বিক্রয় ছাড়া পাচঁটি লাভজনক ব্যবসা নিয়ে আজকে কতা বলব।

অনেক ইয়াংরা আছেন পণ্য বিক্রয় করতে চান না। তাদের হয়তো সেলিং স্কিলটা কম। তাছাড়া অনেক ইয়াংরা এটাকে হেরেসমেন্ট মনে করে। ত এজন্য তাদেরকে আমি আজকে সার্ভিস লিরেডেড পাচঁ ব্যবসার আইডিয়া দিব।যেটাতে পণ্য বিক্রয় করার কোনো ঝামেলা নাই। ত চলুন শুরু করা যাক।

১। ইবেন্ট প্লেনিং ব্যবসা।

এটা কিন্তু আমাদের দেশে প্রাইসিং একটা বিজনেস। অনেকে দেখবেন স্পেশাল ডে তারপর বিবাহ প্রোগ্রাম ইত্যাদি এগুলো মানুষ এখন আর ঝামেলা নিতে চায় না। নিজেরা করতে গেলে অনেক রকম ঝামেলা, আর এই ঝামেলা মানুষ এখন আর নিতে চায় না। সুতরাং এরকম ব্যবসা করতে হলে আপনার কিন্তু কোন ফিজিকেল প্রোডাক্ট বিক্রি করতে হবে না। শুধু সার্ভিস দিলেই হবে। সার্ভিস যদি ভাল হয় তাহলে অন্য প্রতিষ্ঠানও আপনাকে অর্ডার দিবে কাজগুলোর জন্য। সুতরাং ইবেন্ট প্লেনিং আপনি এই ব্যবসাটি করতে পারেন।

২।লন্ড্রি সার্ভিস

লন্ড্রী সার্ভিসের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে খুব ভালো করতে পারেন। লড্রী ভালো একটি ব্যবসা কিন্তু আমরা অনেকে এই বিষয়ে আগ্রহি না। ইয়াংরা যদি এটার মাধ্যমে উদ্যেগ গ্রহণ করে তাহলে খুব ভালো করতে পারবে। আর এখন ডিজিটাল যুগ আর ডিজিটাল মাধ্যমে যদি এটাকে প্রমোট করে দেন আপনার এরিয়ার মধ্যে সবাই লন্ড্রীতে এসে কাপড় গুলো দিয়ে যাবে এবং মাসে খুব ভালো টাকা ইনকাম হবে। সুতরাং যারা এই ধরনের ফেজিকেল প্রোডাক্ট বিক্রি করতে চান না তাদের জন্য এটি একটা ভালো ব্যবসা। একটা সার্ভিস এর ব্যবসা আপনি যে এলাকায় আছেন এলাকার মধ্যে একটা লিপল্টে  দিয়ে দেন। তারপর ফেসবুক পেইজ খুলে ফেলেন ফেসবুকে প্রমোট করে দেন। আর কিছু করা লাগবে না আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে বসে আছেন কেন এটা শুরু করে দেন।

0 Comments:

Post a Comment