Home » » আপনি একা নন। আপনার একজন অভিভাবক আছেন।

  আপনি একা নন। আপনার একজন অভিভাবক আছেন। জীবনের চলার পথে কখনো নিজেকে বড় একা একা লাগে। মনে হয় কোথাও সাহায্য করার কেউ নেই। মনের  আক্ষুতি গুলো...

 আপনি একা নন। আপনার একজন অভিভাবক আছেন।

জীবনের চলার পথে কখনো নিজেকে বড় একা একা লাগে। মনে হয় কোথাও সাহায্য করার কেউ নেই। মনের  আক্ষুতি গুলো শোনার কেউ নেই। হৃদয় এর ব্যথাগুলো বোঝার কেউ নেই জীবনটাকে মনে হয় দ্রুত মরুভূমি। স্বপ্ন ও প্রত্যাশার গলা টিপে ধরে ব্যর্থতা ও হতাশা। বর্তমান ও ভবিষ্যতের প্রান্তর জুড়ে যেন নেমে আসে গুর আদার। অনেক তুরুণ আছেন বেলার চাকরির পেছনে ছুটতে ছুটতে বিরক্ত হয়ে উঠেছেন। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত আগুনে জ্বলছেন দিনের পর দিন। অনেক ভাই পারিবারিক অশান্তিতে ভূগছেন, অনেক ভাই আছেন অসুস্থ বিছানায় পড়ে আছেন, অনেক ভাই গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন। হেদায়েতের পথে উঠে আসার হিম্মত পাচ্ছেন না। জীবনের চলার পথে এমন ও হাজার সমস্যা আছে যেগুলো প্রতিনিয়ত আমাদের বুঝিয়ে দেয় আমরা কতটা অসহায়। অনেক ভাই মসিবতে পড়লেই ভীষণ অস্থির হয়ে পড়েন অনেকে মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে করে বসেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।


 প্রিয় মুসলিম ভাই ও বোন সমস্যা ভরা এই জগতে আপনি মোটেও একা নন। আপনার একজন মালিক আছেন, আপনার একজন অভিভাবক আছেন যার কাছ থেকে আপনি এসেছেন এবং যার কাছে আপনি পুনরায় ফিরে যাবে।

 

 পৃথিবীতে যিনি আপনাকে বাঁচিয়ে রাখেন রিযিক দেন প্রতিপালন করেন। যিনি আপনাকে ইসলামের নেয়ামত দান করেছেন। আপনাকে ঈমানের দওলত  দান করেছেন। কুফুরি ও শিরিক থেকে আপনাকে হেফাজত করেছেন। যতদিন আপনি ইসলামের গন্ডির ভেতরে আছেন আপনার বুকে যতদিন ঈমানের আলো আছে আপনার ভয়ের কোন কারণ নেই আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন। 

 

তা এই জন্য যে, আল্লাহ তায়ালা মুমিনদের অভিভাবক আর কাফিরদের কোন অভিভাবক নেই।


তাই একজন বুজবান মুমিন কখনো হতাশ হয় না। নিজেকে অভিবাবকহীন একা মনে করে না। জীবনের প্রতিটি মুহূর্তে সে অন্তরে একজন মহান অভিভাবকের অস্তিত্ব অনূব্ব করে। প্রিয় ভাই ও বোন আমরা যখন মায়ের গর্ভে গভীর আঁধারে অসহায় হাত পা চৌরছিলাম তখনও তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা যখন পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হলাম তখনও তিনি আমাদের সঙ্গে আছেন আর যখন একদিন পৃথিবীর মায়া ছেড়ে আমরা কবরের নিকষ আঁধার পারি যমাব তখনও তিনি আমাদের সঙ্গে থাকবেন। যখন সবাই আমাদের ছেড়ে যায় তখনও তিনি আমাদের সঙ্গে থাকেন। আল্লাহ তা'আলা বলেন তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন 

তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।


প্রিয় ভাই ও বোন 

মুমিনের হৃদয়ে তার রবের অস্তিত্বের এই অনুভূতি তার রবের অভিভাবকত্বের এই উপলব্ধি তার সর্বশ্রেষ্ঠ সম্পদ। মরু,সাগর,পাহাড়,জঙ্গল যেখানেই থাকুক সে কখনো একাকীত্ব বোধ করেনা। চরম নির্জনতার সময়ও অনুভব করে। 

যখন তার মাথায় মসিবতের পাহাড় ভেঙ্গে পড়ে যখন আশার সব দরজা বন্ধ হয়ে যায় তখনও সে ভেঙে পড়ে না সাহস হারিয়ে ফেলে না। কারণ সে জানে তার একজন অভিভাবক আছেন যিনি তাকে দেখেছেন। সে সাধ্যমত চেষ্টা করে কখনো হাল ছেড়ে দেয় না আর তার অভিভাবকের কাছে বিপদ থেকে মুক্তি প্রার্থনা করে। সে তার মনের দুঃখ ব্যথা গুলো আল্লাহর কাছে খুলে বলে। আপনি বেকার তো কি হয়েছে চেষ্টা করতে থাকুন। আল্লাহ আছেন একটা ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে হয়তো একটু বিলম্ব হবে। একটু বেশি ছোটাছুটি করতে হবে আপনি চেষ্টা চালিয়ে যান। আপনার প্রয়োজন গুলো আল্লাহকে বলুন। অভাব আপনাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। কোন সমস্যা নেই আপনার কোন সমস্যা নেই আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন। আল্লাহ আছেন এই অভাব দূর করার জন্য। আপনার এই প্রচেষ্টা দুটি আপনার কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আপনি অসুস্থ ভয় পাবেন না আল্লাহ মুমিনদের জন্য সুস্থতা ও অসুস্থতা দুটিই নেয়ামত। আপনি সাধ্যমত চিকিৎসা করুন আর আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন। ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণের ফায়সালা হবে। আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে হতাশ হবেন না আপনি কিছুতেই শয়তানের কাছে হার মানবেন না। আপনি লড়াই চালিয়ে যাবেন আল্লাহ আছেন তিনি আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন 


আর যারা আমার পথে চেষ্টা-সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করবো।


প্রিয় ভাই ও বোন

জীবনে নানান সমস্যার আসবে নানান চ্যালেঞ্জ আসবে জীবনে সুখ আসবে দুঃখও আসবে হাসিও তাকবে কান্নাও তাকবে। অভাব যেমন আসবে পাচুয্যও আসবে। কিন্তু কখনোই সাহস হারিয়ে ফেলবেন না। একেবারেই হতাস হয়ে পরবেন না। কারণ আপনি একা নন আপনার অভিভাবক আছেন। তিনি সবকিছু জানেন সবকিছু দেখেন।


0 Comments:

Post a Comment